শীতের প্রকৃতি
- উত্তম চক্রবর্তী ২৭-০৪-২০২৪

সকালে শীতের রবি উঠে উষ্ণ হেসে,
কুয়াশা চাদর ভেঙে গায়ে লাগে এসে।
গরম চায়ের কাপে চুমুকে যে রেশ,
মুড়িমোয়া নাড়ূও যে খেতে মজা বেশ।

বিকেলে সূর্যটা ডুবে গোধূলি আসন্ন,
পৌষের কুয়াশা আজ ধোঁয়াতে আচ্ছন্ন।
শীতকালে পরিধেয় শীতে তীব্রতর,
যেমন আঘাত হানে মহামারী ঝড়।

তীব্র থেকে তীব্রতর হয় প্রতিদিন,
মহাকষ্টে গরীবেরা আছে নিদ্রাহীন।
শীতঋতু বেশ মজা জানে লোকে তবে,
খাওয়া দাওয়া শান্তি পরিধানে সবে।

হাঁড়িতে আগুন নিয়ে পোহানো আরাম,
বিছানায় লেপ মুড়ি ঘুমানো গরম।
ঘরে ঘরে পিঠেপুলি খেয়ে মজা তবে,
খেঁজুরের রসে ভিজে ভাপা পিঠে খাবে।

ঠান্ডার প্রকোপ থকে মুক্ত হতে হবে,
গরম কাপড়ে লোক মোড়ানোতে তবে।
পৌষও মাঘেতে শীত চলিবে এভাবে,
ধরনীর নিয়মেতে প্রকৃতি খেলিবে।


তাং - ০৮/০১/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।